সাইবার বিডিতে পোস্ট করবেন যেভাবে-
প্রথমে লগিন করে নিউ পোস্টে যান।টাইটেল এ আপনার পোস্টের টাইটেল দিবেন।এবং টেক্সট এ আপনার পোস্টের বর্ণনা দিবেন।আমরা এখনো ডাইরেক্ট স্ক্রিনশর্ট চালু করিনি।তাই আপনাকে প্রয়োজনীয় স্ক্রিনশর্ট অন্য সাইটে আপলোড দিয়ে রাখবেন।এবং তারপরে <img src="UR SS LINK"/> এভাবে দিবেন।যেখানে আপনি স্ক্রিনশর্ট দিতে চান সেখানে ওটা লিখবেন।তারপরে ক্যাটাগরি দিবেন।ক্যাটাগরি দেওয়ার আগে অবশ্যই নিচে দেখে নিবেন আপনার পোস্টের সাথে মিলে যায় এমন কোনো ক্যাটাগরি আছে কিনা।যদি থাকে তবে ঐ ক্যাটাগরির নাম টুকু কপি করে পেস্ট করে দিবেন।যদি না থাকে তাহলে নিজেই তৈরী করে নিতে পারবেন।তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে বানান টা শুদ্ধ থাকে।cyberbd notice এ পোস্ট করা নিষেধ।তারপরে পোস্ট এ ক্লিক করুন।ঐ পেজটি লোডিং কমপ্লিট হলে হোম এ এসে দেখুন।
পোস্ট করার নিয়মাবলীঃ
আপনি আপনার নিজের পোস্ট কপি করতে পারবেন।কিন্তু অন্যের পোস্ট কপি করতে পারবেন না।যদি করতেই হয় তাহলে তার নামসহ পুরো ক্রেডিট দিতে হবে।অবশ্যই আপনার পোস্টের মান ভাল এবং বড় হতে হবে।
পেমেন্ট নিবেন কিভাবে পেমেন্টের নিয়মাবলীঃ
আপনার প্রত্যেকটি পোস্টের ১ সপ্তাহের ভিজিটর এবং পোস্টের মানের উপর নির্ভর করে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট জমা করা হবে।আপনার ১০০০ পয়েন্ট হলেই পাচ্ছেন ১০০ টাকা।সেকারণে আপনি প্রতি পোস্টের জন্য ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত পেতে পারেন।এছাড়াও রয়েছে পয়েন্ট জিতে নেয়ার আরো অনেক সুযোগ।যেমনঃ রেজিঃ করলেই ১ পয়েন্ট, প্রতি পোস্টের জন্য পাবেন ১ পয়েন্ট।প্রতি রেফারের জন্য ১ পয়েন্ট। পয়েন্ট চেক করব কিভাবেঃ ওয়াপকিজে ডাইরেক্ট পয়েন্ট দেখানোর সিস্টেম নেই।তাই আপনাকে চেক করতে আমাদের ফেসবুক পেজে ইমেইল ও নাম্বার সহ মেসেজ করতে হবে।এবং পেমেন্ট রিকোয়েস্টের জন্য এক ই পদ্ধতি অনুসরণ করতে হবে।সকল ক্ষেত্রে সবার আগে আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে।তো আজ এ পর্যন্ত ই।সকলে ভাল থাকবেন।